কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি বাজারে শতবছরের দুটি পুরনো গাছ এখন সাধারন মানুষের মৃত্যুর ফাঁদ হয়ে দাড়িয়েছে। এই গাছ দুটির মাঝখান দিয়ে চলে গেছে বিদ্যুতের তার। এই পুরনো গাছ ও বিদ্যুতের তারের কবলে পড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারে যেকনো সাধারন মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পান্টি বাজার হতে কচুয়া রোডে যেতে বাজারের মুখেই রাস্তার সাথে শতবছরের দুটি গাছের মাঝখান দিয়ে রয়েছে বিদ্যুতের তার। গাছ দুটির একটি অনেক আগেই মরে পচন ধরেছে আর একটির অবস্থাও সংকটাপন্ন। গাছের আশ-পাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দারা বলছেন, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার সাধারন মানুষ চলাফেরা করছে। সামান্ন বাতাশ কিনবা বৃষ্টি হলেই গাছ দুটির বড় বড় ডালগুলি যেভাবে রাস্তায় উপর ভেঙ্গে পড়ছে তাতে করে বিদ্যুতের তারের উপর পড়ে যেকোন সময় ঘটে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা। এ ব্যাপারে ওখানকার সাধারন মানুষ যথাযথ কতৃপক্ষের আশুদৃষ্টি কামনা করছে।
শাহিন বিশ্বাস