বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণ উৎসব ২০১৮ উদযাপন উপলক্ষে লালন একাডেমি চত্বরে আগামী ১,২ ও ৩ মার্চ ২০১৮ রোজ বৃহস্পতি শুক্র ও শনিবার তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে আলোচনা সভা ও পরবর্তীতে প্রতিবারের ন্যায় বরেণ্য বাউল শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ লালন সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও এবারের বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চের পাশাপাশি মাজার প্রাঙ্গণে সাধু দের জন্য উন্মুক্ত মঞ্চে লালন সংগীতের ব্যবস্থা রাখা হয়েছে ।
এছাড়া প্রতিবারের ন্যায় এবারও লালন একাডেমি প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের পথে। এবারের অনুষ্ঠান অন্য যেকোনো বারের চেয়ে আরো সুন্দর ও প্রাণবন্ত হবে বলে আশা করছে জেলা প্রশাসন। অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা মুলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রয়োজনীয় পয় নিষ্কাশন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেয়া হয়েছে ।
মাজার প্রাঙ্গণকে দৃষ্টিনন্দন করতে নিয়ন বাতির মাধ্যমে ব্যাপক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। লালন ভক্ত সাধুদের কে সম্মানজনকভাবে সমাদর আপ্যায়ন করানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আগামী পহেলা মার্চ বৃহস্পতিবার প্রথম দিন রাতে লালনভক্ত সাধু দের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী অধিবাস সেবা,২ মার্চ শুক্রবার দ্বিতীয় দিন সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণ সেবা প্রদান করা হবে।
আসন্ন লালন স্মরণোৎসব ২০১৮ উপলক্ষে লালনের আখড়ায় দেশ বিদেশ হতে হাজার হাজার ভক্ত, সাধু ও দর্শনার্থীদের আগমন ঘটবে এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছে কুষ্টিয়া জেলা প্রশাসন।