বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আনন্দ র্যালী ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে বঙ্গবন্ধু সুপার মার্কেটে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা শেষে দলীয় নেতা কর্মীরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি উদযাপন করেন। আলোচনা সভায় বক্তরা বলেন, বিএনপি-জামায়াতের নিল নক্সা ধ্বংশ করে দেশকে এগিয়ে নিতে সকলের ভুমিকা রাখতে হবে।
বক্তরা বলেন, ‘বাংলাদেশের প্রতিটি জায়গায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষ ছড়িয়ে আছে। এই স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হচ্ছে পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের মাধ্যমে। স্বেচ্ছাসেবক লীগ হচ্ছে জননেত্রীর পরীক্ষিত নেতাদের নিয়ে, তাই তারা দেশের সেবা করতে বদ্ধপরিকর। দেশের যে কোন দুঃসময়ে সেচ্ছাসেবকলীগ জনগণের পাশে থাকবে।
আগামীতে কুষ্টিয়ার ৪টি আসনই নৌকার পক্ষে আনতে সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের কাজ করে যেতে হবে। এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোফাজ্জেল হক, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুবিন আক্তার, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোহেল রানাসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।