উপজেলা আমাদের,এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের””
আপনাদের সহযোগিতা একান্ত কাম্য কারণ ” দশের
লাঠি, একের বোঝা
রাস্তার ধারের আগাছা পরিস্কার করতে সকলের সহযোগিতা কামনা করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।
সামাজিক যোগোযগ মাধ্য ফেসবুক ভেড়ামারা উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজ ও তার ব্যাক্তিগত ফেসবুক পেজে জনসাধারনকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এগিয়ে আসার আহবান জানিয়ে পোষ্ট দেন।
তিনি পোষ্টে লিখেন, ভেড়ামারা উপজেলার ফারাকপুর গোরস্তান থেকে বাঁকা পুল- রেললাইনের গা ঘেঁষে সুন্দর রাস্তা,কিন্তু জঙ্গলে ভরা। সন্ধ্যার পরে সাপ-পোকার উৎপাত হতে পারে, হতে পারে আরো কিছু। যদি বলেন, জায়গা কার, রেলওয়ের।বাঁকা পুল পর্যন্ত বাহিরচর ইউপি, তারপর মোকারিমপুর ইউপি। এবার আসেন, পরিষ্কার রাখার দায়িত্ব কার, উত্তর – আমাদের সবার। আমি, আপনি, এ উপজেলার সকলের দায়িত্ব এগুলো পরিষ্কার রাখা।
তাই আমরা নিজেরাই এবার কাজে নামতে চাই। আমি আছি, সাথে চাই আপনাদের সহযোগিতা। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, মোকারিমপুর ও বাহিরচর সাথে থাকবেন নিশ্চয়তা দিয়েছেন। আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর ( শুক্র ও শনিবার) আপনি নিজে কিংবা এক বা একাধিক শ্রমিক দিয়ে সহায়তা করতে পারেন। যাদের ইচ্ছা আছে তারা দয়া করে যোগাযোগ করুন।
যারা অংশগ্রহণ করবেন তারা কমেন্ট করতে পারেন ফোন নাম্বারসহ, আমি নোট রাখবো। (https://www.facebook.com/uno.bheramarakushtia) আপনাদের সকলের সহযোগিতা কাম্য।
আপনারা কম সংখ্যক এলেও আমি কাজটি করে ফেলতে পারবো তবে আপনাদের অধিক সংখ্যক অংশগ্রহণ আমাকে ভবিষ্যতে বড় স্বপ্ন দেখতে সহায়তা করবে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ জানান, “উপজেলা আমাদের,এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের’ তাই আমরা যদি সকলেই স্বেচ্ছাশ্রমে ভিত্তিতে রাস্তার পাশে জঙ্গল পরিস্কার করি তাহলে আমাদের সমাজ বা আমাদের এলাকা আমরাই পরিষ্কার রাখতে পারি। আসুন সবাই মিলে পরিস্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করি।