কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ার গ্রামে গড়ে তেলা অমর কথাসাহিত্যক মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা ও জাদুঘরের ভেতর থেকে একটা বড় কাঠের দানবাক্স চুরি হয়ে গেছে।
রোববার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তালা দেয়া অবস্থায় মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা ও জাদুঘরের ভেতর থেকেই অনেক পুরোনো দানবাক্সটি চুরি হয়।
এ ব্যাপারে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু জানান, এটা জেলা পরিষদ প্রতি এক বছর পর পর খুলে থাকে। বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা এখানে জাদুঘরের উন্নয়নের জন্য দান করে থাকেন।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুজ্জামান জানান, সকালে বিষয়টি জানতে পেরে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেইসঙ্গে তদন্তের স্বার্থে পুলিশকে সহযোগিতা করার জন্য জাদুঘরের কেয়ারটেকারকে নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে কুমারখালীর শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি থেকে তরবারি চুরির পর এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল।
Discussion about this post