প্রতিবছরের ন্যায় কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী এবারও কবি গুরু রবীন্দ্রনাথের তিরোধান দিবস পালনের জন্য প্রস্তুতি গ্রহন করেছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসভার মজিবর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই গানের অনুষ্ঠানে ভারতীয় সাংস্কৃতিক শিল্পিদের আমন্ত্রন জানানো হয়েছিল।
মেয়র আনোয়ার আলীর আমন্ত্রনে কলকাতার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ররুন চক্রবর্তীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ থেকে এক দল কবি ও শিল্পী কুষ্টিয়া পৌরসভার এই অনুষ্ঠানে গান ও কবিতা আবৃত্তির পরিবেশনের জন্য এসেছেন।
এদের মধ্যে রয়েছেন শ্রীমতী ঝিমলী চক্রবর্তী তৃণা, শ্রীমতী ছন্দা বন্দোপাধ্যায়, শ্রী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, শ্রিমতী শীলা মৈত্র, শ্রী শুভাশিদ মৈত্র, শ্রীমতী বন্দন গুহ, শ্রী মলিনকান্তি গুহ, শ্রীমতী মৌ গুহ, শ্রীমতী বিশাখা দে প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Discussion about this post