কুষ্টিয়ার ছেলে রফিকুল ইসলাম। ঢাকা কলেজ থেকে রসায়নে এম.এ পাশ করার পর হন্য হয়ে চাকরির পেছনে ঘুরলেও এখন তিনি আর চাকরির চিন্তাই করেন না।
শুরুতে একটা ঔষধ কোম্পানিতে চাকরি করেছেন। তারপর যান, ইংল্যান্ডে পড়তে। কিন্তু ওখানে পড়াও হলো না, থাকাও হলো না। ফিরে এসে ব্যবসা করতে গিয়েও ব্যর্থ হলেন। এর মধ্যে তিনি বিয়ে করেছেন। সংসারে মা,বাবা, স্ত্রী ও এক সন্তানের ভরণ পোষণ নিয়ে চিন্তায় পড়েন।
এসময় পত্রিকায় বিজ্ঞাপন দেখে ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট (BRAC-ISD)-এর ফ্রি সেমিনারে এসে উদ্বুদ্ধ হন। ভর্তি হয়ে যান, গ্রাফিক ডিজাইনের এডভ্যান্স কোর্সে। তারপর রফিকুল ইসলামকে আর পেছন ফিরে তাকতে হয়নি। BRAC-ISD -এর আউট সোর্সিং এর ক্লাস শেষে মার্কেটপ্লেস এ একটি একাউন্ট খুলে কয়েক দিনের মধ্যে কাজ পেয়ে যান তিনি। তারপর থেকে রফিকুল ইসলাম দিন রাত অন লাইনে কাজ করছেন আর আয় করছেন।
তিনি প্রথম ১৫দিনে ১৬ হাজার টাকার কাজ করেন। এভাবে চললে তাঁর ধারণা, মাসে ৪০/৫০ হাজার টাকা আয় করতে পারবেন। এখন রফিকুল ইসলামের ইচ্ছে, অনলাইনে কাজ করার একটি প্রতিষ্ঠান দেওয়া।
আপনার জীবনে সাফল্য পেতে BRAC-ISD তে আজই যোগাযোগ করুনঃ
ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলাপমেন্ট
আশকোনা( হজ্জ ক্যাম্পের বিপরীতে), উত্তরা, ঢাকা
মোবাইল : ০১৭২৯০৭০৫৭১
ইমেইল : info.bracisd@brac.net