চুয়াডাঙ্গায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে আলমডাঙ্গা উপজেলার নওলামারি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত ৪ মাস আগে রাজশাহীর বাঘা উপজেলায় মাদরাসা শিক্ষক মেহেদী হাসানের সাথে বিয়ে হয় চুয়াডাঙ্গার মেয়ে শিলা খাতুনের। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন চালায় মেহেদী ও তার পরিবার। একপর্যায়ে বাবার বাড়ি চলে আসে সে।
গতকাল সকালে তাকে নিতে আসলে মেহেদী ও শিলার মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে শিলাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে মেহেদী হাসান। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।