যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি অ্যাপল স্টোরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ২৭ হাজার ডলার মূল্যের ২৬টি অ্যাপল পণ্য লুট করে পালিয়েছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
ক্যালিফোর্নিয়ার ফ্রেস্নো এলাকায় অবস্থিত অ্যাপল স্টোরে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় স্টোরটিতে অ্যাপলের অনেক গ্রাহক উপস্থিত ছিলেন। হুডি পরা চার ব্যক্তি স্টোরটিতে প্রবেশ করে সবার সামনেই আইফোন ৬, আইফোন ৭, আইফোন ৮, আইফোন ১০সহ ২৭ হাজার ডলার মূল্যের অ্যাপল ডিভাইস নিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ডাকাতরা দৌড়ে অ্যাপল স্টোরটিতে প্রবেশ করে। তারা প্রদর্শনীর টেবিল থেকে ডিভাইস লুট করে কয়েক সেকেন্ডের মধ্যেই দৌড়ে পালিয়ে যায়।
ফ্রেস্নো পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা মার্ক হাডসন বলেন, ডাকাত দলটি স্টোর থেকে অ্যাপল ডিভাইস লুট করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশের ধারণা, ছেলেগুলোর বয়স ১৮ বছরের কম। ডাকাত দলটি ডিভাইস চুরি করে পালানোর সময় দরজায় দাঁড়িয়ে থাকা একজন ক্রেতা তাদের ধরতে চেষ্টা করেছিলেন। তবে তিনি তাদের আটকাতে পারেননি। ডাকাতরা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ পুলিশ কর্মকর্তা বলেন, ডাকাতির ঘটনার সঙ্গে যে চার-পাঁচজন জড়িত ছিল, পুলিশ তাদের খুঁজছে। ঘটনার সময় স্টোরটির বাইরে ১৬-১৮ বছর বয়সের এক কিশোর গাড়ি নিয়ে অপেক্ষায় ছিল। ডাকাতির সময় ডাকাত দল কোনো অস্ত্র প্রদর্শন করেনি। এ ঘটনার তদন্ত চলছে। ক্যালিফোর্নিয়া কিংবা তার বাইরের কোনো এলাকায় ঘটে যাওয়া চুরির ঘটনার সঙ্গে এর সম্পৃক্ততা রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।