সোমবার রাতে যশোর শহরে অন্তত ১০টি দোকানে চুরি হয়েছে। এ খবরে ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছে। এঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন।
থানা সূত্র মতে, শহরের নীলগঞ্জ নড়াইল রোডের মেসার্স রিপন এন্টারপ্রাইজের টিনের দোকানে সার্টার ভেঙ্গে চুরি হয়েছে। দোকানের ক্যাশ ড্রয়ারের তালা ভেঙ্গে ভিতরে থাকা ৫৫ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। এছাড়া দোকানের কাগজপত্র ও বেশ কিছু মালামাল এলোমেলো করা হয়েছে।
একই এলাকার আশা এন্টারপ্রাইজ, ভাই ভাই এন্টারপ্রাইজেও চুরি হয়েছে। আশা এন্টারপ্রাইজে সার্টারের তালা ভেঙ্গে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এর মধ্যে ভাই ভাই এন্টারপ্রাইজের ১৩টি তালা ভেঙ্গে লক্ষাধিক টাকা নিয়ে গেছে।
অপরদিকে, দড়াটানার অদূরে বকুলতলায় একটি মোবাইলের দোকানে, রেলগেট এলাকার বেনাপোল বাসস্ট্যান্ডের একটি মোবাইলের দোকানেও চুরি হয়। ওই দুটি দোকান থেকে লক্ষাধিক টাকার মোবাইল ফোন চুরি হয়েছে।
অন্যদিকে, শহরতলীর শেখহাটি এলাকার একটি দোকানে চুরি হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, সম্প্রতি বিশ্বকাপ খেলা দেখে গভীর রাতে চলাচল করা দুর্বৃত্তরা এ চুরির ঘটনা ঘটাতে পারে। অনেকের ধারণা দুস্কৃতকারীরা খেলা দেখার নাম করে বিভিন্ন দোকানের তথ্য সংগ্রহ করে। খেলা শেষে তারাই চুরি করতে পারে।
এ চুরির ঘটনায় কোতোয়ালি মডেল থানায় চারটি অভিযোগ দেয়া হয়েছে বলে থানার ডিউটি অফিসার এসআই আমিনুর রহমান জানিয়েছেন।