যশোরের মণিহার এলাকার আনন্দ হোটেলের কারখানার মিষ্টির মধ্যে কেন্ন ও ইঁদুর বিচরণ দেখতে পেয়ে মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অপর একটি অভিযানে বকচর এলাকার সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে মূল্য তালিকা না থাকায় মামলা দিয়ে ম্যানেজারের কাছ থেকে আরো ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রে এ অভিযানের নেতৃত্ব দেন।
পেশকার শেখ জালাল উদ্দিন জানিয়েছেন, এদিন বেলা সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহার নেতৃত্বে শহরের মণিহার এলাকার আনন্দ হোটেলের বকচরের কারখানায় অভিযান চালানো হয়।
এ সময় ওই কারখানার মিষ্টির ভেতরে কেন্ন ভাসছে এবং ইঁদুরেরও ছোটাছুটি করতে দেখতে পাওয়া যায়। এ কারণে হোটেল মালিক তরুন ঘোষের বিরুদ্ধে মামলা দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকার নেতৃত্বে একই দিনে বকচর এলাকার সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে অভিযান চালানো হয়। এ সময় ওই ঘোষ ডেয়ারিতে মূল্য তালিকা না থাকায় ম্যানেজার সুব্রত ঘোষের বিরুদ্ধে মামলা দিয়ে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সোহেল শেখ উপস্থিত ছিলেন।