যশোর শহরের শঙ্করপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে তিনি নিহত হন।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে শহরের শঙ্করপুর বাবলাতলা থেকে মরদেহটি উদ্ধার হয়।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাহিয়ান বলেন, ওই এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে বলে তারা খবর পান। সেখানে পুলিশ হাজির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহ ছাড়াও একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও পাঁচটি বোমা উদ্ধার করা হয়। যুবকের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান, মাথায় গুলিবিদ্ধ হওয়ায় ওই যুবক মারা গেছেন। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।