যশোর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাওড়ে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে দুইজন পাইলট ছিলেন। এ ঘটনায় বিমানটির দু’জন প্রশিক্ষক নিখোঁজ রয়েছেন। গতকাল রবিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায়নি। বিমানে ছিলেন দুই স্কোয়ার্ডন লিডার এনায়েত ও সিরাজ। খবর পেয়ে বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার কাজ শুরু করেছেন।
যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বলেন, গতকাল রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে আছড়ে পড়ে। বিমানটিতে দুইজন পাইলট ছিলেন। তারা নিখোঁজ রয়েছেন।
চান্দুটিয়া বাজারের ব্যবসায়ী শ্যামল কুমার সিংহ জানান, রাত সাড়ে ৯টার দিকে তিনি বাজারে ছিলেন। এ সময় প্রচণ্ড একটি শব্দ শুনে তারা অনেকে আরিচপুর বাজার সংলগ্ন বুকভরা বাওড়ে ছুটে যান। দূর থেকে তারা দেখতে পান একটি বিমানের কিছু অংশ বাওড় পাড় থেকে ২-৩শ’ মিটার দূরে পানিতে ভাসছে। তাদের অনেকেই নৌকায় করে বিমানটির কাছে গেছেন। কিন্তু কোনো মানুষের সন্ধান তারা পাননি। গোটা এলাকা পেট্রোল জাতীয় জ্বালানির গন্ধে ভরে আছে। প্রচণ্ড বৃষ্টি আর অন্ধকারের কারণে কোনো কিছু ঠিকভাবে দেখাও যাচ্ছে না।
দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, বিমানটি বুকভরা বাওড়ের মাঝেই পড়েছে। ফায়ার সার্ভিস, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানান, যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন।