Sunday, December 3, 2023
প্রচ্ছদখুলনা বিভাগযশোরযশোরে অস্ত্র ও বোমা হামলায় আহত 'যুবলীগ নেতার' মৃত্যু

যশোরে অস্ত্র ও বোমা হামলায় আহত ‘যুবলীগ নেতার’ মৃত্যু

Published on

যশোরে ধারালো অস্ত্র ও বোমার আঘাতে আহত আরাফাত মুনাফ লিটন (৩২) শনিবার ভোরে মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্যে তাকে যশোর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

লিটন যুবলীগ নেতা ছিলেন বলে দাবি করা হচ্ছে। তবে এই বিষয়ে সংগঠনের জেলা সভাপতির বক্তব্য পাওয়া যায়নি।
নিহতের ভাই যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মুনাফ দিলু ও আহত আরেক যুবলীগকর্মী ফজলুল করিম মিলন সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে লিটন, মিলনসহ যুবলীগের স্থানীয় কয়েকজন যশোর শহরের ঘোপ আঞ্চলিক যুবলীগ অফিসে বসেছিলেন। ওই সময় প্রতিপক্ষ গ্রুপের সুমন, আকাশ, কুদ্দুস, ইসরাফিল, রেজোয়ান, শাকিলসহ ২০-২৫ জন সেখানে আসে এবং অন্যদের সেখান থেকে বের করে দেয়। এরপর তারা লিটনকে এলোপাতাড়ি ছুরি মারে। পরে তারা ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করে।

স্থানীয় লোকজন আহত লিটন ও মিলনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মিলনের পায়ে আঘাত লেগেছে। তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তারা জানান, রাত ১২টার দিকে লিটনকে অপারেশন থিয়েটার থেকে চিকিৎসকরা বের করেন। এরপরই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকা নেওয়ার পথে লিটনের অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। বাধ্য হয়ে স্বজনরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে ভোর চারটার দিকে তিনি মারা যান।
নিহতের মরদেহ যশোর এনে জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সেলফোনে কয়েক দফা কল করা হলেও তিনি রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, ‘আহত যুবলীগ নেতা মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় গতরাতেই একটি মামলা হয়েছে। এখনো কেউ গ্রেফতার হয়নি।’

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

যশোরে প্রধানমন্ত্রী | ‘নৌকায় ভোট দিয়ে জয়ী করুন, যা চাইবেন তার চেয়ে বেশি দেব’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরবাসীর কাছে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। আজ বৃহস্পতিবার যশোর...

ট্রাকে ধাক্কা দিয়ে ইঞ্জিন পড়ে ১১ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

যশোরের বেনাপোল রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া আমদানিকৃত পণ্য বোঝাই মালবাহী ওয়াগনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে...

সাবেক স্বামীর সঙ্গে কথা বলাই কাল হলো রাজিয়ার

সাবেক স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার কারণে স্ত্রী রাজিয়া খাতুনকে হত্যা করেন বর্তমান...