যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী বাস থেকে ৫০০ পিস ইয়াবাসহ লাকি বেগম (৪৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে নাভারন হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারনের সাতক্ষীরা মোড়ে বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক লাকি বেনাপোলের সাদিপুর গ্রামের হুমায়ুন কবীরের স্ত্রী।
হাইওয়ে পুলিশ জানায়, যশোরগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে লাকি নামে ঐ নারীকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া বলেন, লাকি নামে ওই নারী বেনাপোল থেকে ইয়াবা কিনে যশোরে বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন। পতিমধ্য ঝিকরগার কলাগাছি থেকে তাকে আটক করা হয়৷ আটক লাকির নামে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে৷