সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকাডুবির ঘটনায় দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অর্ধশত যাত্রী নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাষান আলী (৬৫) বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের বাসিন্দা, শেখ কামাল টাংগাইলের নাগরপুরের সুবর্ণতলী গ্রামের বাসিন্দা এবং অপর এক শিশু, যার পরিচয় এখনও জানা যায়নি। তার মা-বাবাও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মাসুদ পারভেজ জানান, এনায়েতপুর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কারণে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে।
জীবিত অবস্থায় ৫৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪ যাত্রী। যাত্রীদের মধ্যে অধিকাংশই ধানকাটা শ্রমিক। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি।
শাহজাদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযানে অংশ নিতে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হচ্ছে বলেও তিনি জানান।
Discussion about this post