Wednesday, March 22, 2023
প্রচ্ছদকুষ্টিয়াকুষ্টিয়া সদরময়লা-দূষণে একাকার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চত্বর

ময়লা-দূষণে একাকার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চত্বর

Published on

জেলার সর্বোচ্চ উন্নত চিকিৎসা সেবার একমাত্র সরকারি প্রতিষ্ঠান ২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালটি ২২ লাখ মানুষের স্বাস্থ্যসেবার আশ্রয়স্থল।

নানাবিধ ঝক্কি-ঝামেলা ও সমস্যা সীমাবদ্ধতা মোকাবিলা করেই শয্যা সংখ্যার প্রায় দুই বা তিনগুণ ভর্তিকৃত এবং দেড় সহস্রাধিক বহির্বিভাগ রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন প্রতিষ্ঠানটি। সেই সাথে করোনাক্রান্ত রোগী তো রয়েছেই।

গত ৬ বছর ধরে ভোগান্তির কারণ হয়ে আছে হাসপাতালের সামনের রাস্তাটি।

হাসপাতালের নিরাপত্তাকর্মী ফারুক আহমেদের অভিযোগ, এই যে দেখছেন হাসপাতাল মসজিদ, প্রধান ডাকঘরসহ গোটা এলাকার পায়খানা, পেসাবখানার ময়লা বাইরে যাওয়ার কোনো পথ নেই। একদিকে ড্রেন জ্যাম, অন্যদিকে রাস্তাটা বহুদিনের পুরনো নিচু হওয়ায় আশাপাশের সব নোংরা ময়লা মিশে এই পানি পুরোটাই এখন বিষাক্ত।

পাশের করোনা রোগীর আইসোলেশন ওয়ার্ডের ময়লাও মিশে আছে। শরীরে লাগলেই খবর আছে। আমরা তো জান হাতে করে কাজ করছি। 

গাইনি ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজন সজনী খাতুন প্রধান গেট পেরিয়ে এই ময়লা পানির মধ্যে হেঁটে ওষুধ কিনতে এসে বলেন, হাসপাতালে মানুষ আসছে সুস্থ হতে; কিন্তু এখানে যে অবস্থা আমি যতবার ওষুধ নিতে আসছি, ওয়ার্ডে ফিরে ততবার বাথরুমে গিয়ে গোসল করে তারপর রোগীর কাছে যাচ্ছি। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, সামান্য বৃষ্টিপাতেই সুয়ারেজের নোংরা আবর্জনার সাথে একাকার হয়ে স্বাস্থ্য ঝুঁকির ষোল কলা পূর্ণ হয়ে যায় হাসপাতাল চত্বরটি। একাধিকবার লিখিত আবেদনেও সাড়া দেননি সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ। দায়িত্ব নিচ্ছেন না কেউই এমন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে দীর্ঘদিনের এই সমস্যার জরুরি সমাধানের দাবি করেন তিনি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মোসা. নূরুন-নাহার বেগম বলেন, সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ অবহেলা না করে খুব যৎসামান্য সুদৃষ্টি দিলেই দীর্ঘ ৬ বছর ধরে বিদ্যমান সুয়ারেজ দূষণে জনভোগান্তিসহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা যেত।

হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেন, বিষয়টি খুব দুঃখজনক। ওই রাস্তাটি করার কথা কুষ্টিয়া পৌরসভার। পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেন উনারা কি বলেন।

তবে এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না দাবি করে বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চত্বরে জলাবদ্ধতায় জনভোগান্তি নিরসনের কার্যাদেশ দেয়া হয়েছে। ঠিকাদাররা তো কাজ শুরু করার কথা ? শীঘ্রই এসমস্যার সমাধান হবে।

হাসপাতালের মতো এমন জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের রাস্তাটি দীর্ঘ ৬ বছর ধরে জনভোগান্তির কারণ হয়ে আছে; এতদিন কাজটি হয়নি কেন এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...