মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের রহিদুলের বাড়ি থেকে এ গাঁজা উদ্ধার করা।
গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে ডিবি’র একটি দল রামকৃষ্ণপুর ধলা গ্রামে গরিবুল্লাহর ছেলে রহিদুলের বাড়ি প্রবেশ করার পর ডিবি পুলিশের আগমনী টের পেয়ে রহিদুল পালিয়ে যায়।
এসময় তার বাড়ি থেকে ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল এর ৭(ক)/১৯(৪) ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।