মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক স্থানে শিশুসহ তিন জন করুন মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো-গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের দিনমজুর ইয়ারুল ইসলামের মেয়ে রেহেনা খাতুন এ্যানি (১) , উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়িয়া গ্রামের শাহাবুদ্দীনের মেয়ে সুমাইয়া খাতুন (৬) ও উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের ইসরাইল হোসেন (১৮) বৃহস্পতিবার সন্ধ্যায় ও রাতে পৃথক স্থানে মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিজ বাড়ির আঙ্গিনায় স্থাপনকৃত টিউবওয়েল-এর পরিত্যক্ত পানির গর্তে ডুবে এ্যানি খাতুন মারা যায়। স্থানীয় যুবক শামসুল আলমদ্যা জানান, সন্ধ্যায় এ্যানির মা বাড়ির কাজ-কর্ম করছিলেন। এ সময় এ্যানি খেলা করতে গিয়ে অসাবধানবশত টিউবওয়েল-এর পরিত্যক্ত পানির গর্তে পড়ে যায়। পরে কয়েকজন তার নিথর দেহ পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সুমাইয়া খাতুন একি দিন সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। ঐ সময় একটি দ্রুতগামি অটোভ্যান তাকে ধাক্কা দেয়। এ সময় সে মারাত্বকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এছাড়াও জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ইসরাইল হোসেন নামের এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল ওই গ্রামের বাগু শাহের ছেলে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহাম্মদপুর গ্রামের জাহের আলীর বাড়িতে বিদ্যুত বাল্প লাগাতে গেলে, নিহতের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সাংবাদিকদের জানান, ইসরাইল হোসেনসহ তার কয়েকজন সহকর্মী গ্রামের জাহের শাহের বাড়িতে নষ্ট হয়ে যাওয়া একটি বাল্পের লাইন মেরামত করছিল। মেরামতের সময় ইসরাইল ওই বাল্পটিতে স্পর্শ করেন। এ সময় বিদ্যুত স্পৃষ্ট হয়ে সে গুরুতর ভাবে আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলার বামন্দীর একটি ক্লিনিকে নিলে, কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।