মেহেরপুরের টেংরামারি – কেদারগঞ্জ সড়কে চিনতায়কারীদের হামলায় মারাত্নক আহত হয়েছে সার ব্যবসায়ী নাজমুল। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাললে রেফার্ড করা হয়।
জানা যায়, গত রাতে টেংরামারি গ্রামের এমদাদুল হকের ছেলে নাজমুল ব্যবসায়ী কাজ সেরে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল।পথিমধ্যে ছিনতাইবারীরা তার গতিরোধের চেষ্টা করে। গতিরোধ করতে না পেরে চলন্ত অবস্থায় নাজমুলের ঘারে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ছিনাতাইকরীরা ।
রক্তাক্ত অবস্থাতেই সার ব্যবসায়ী নাজমুল মোটর সাইকেল চালিয়ে পালিয়ে আসে। পরে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।