কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার জিয়া সড়কে মটর সাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালকসহ ৩ জন আহত হয়ে মিরপুর হাসপাতালে রয়েছে।
সূত্রে জানান গত বুধবার দুপুরে মিরপুর ভেড়ামারা সড়কের জিয়া রোডে এলাকায় দূত গতিতে মটর সাইকেল চালানোর সময় ভ্যানে বেধে উল্টে যায়, এ সময় মটর সাইকেল চালকসহ ৩ জন আহত হয়। স্থানীয়রা দূত তাদের মিরপুর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
আহতদের পরিচয় মরণ সাইকেল চালক ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ’র সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র নেতা টিপু সুলতানের পুত্র (৮ম শ্রেণীর ছাত্র) মাহীনুর রহমান মাহী (১৪), ভ্যান চালক কামিরহাদ গ্রামের মৃত সানা উদ্দিন শেখর পুত্র মসলেম (৩৫), এবং সর্দ্দার পাড়া এলাকার গণেশ কুমারের স্ত্রী উশা রাণী(৭০)।
এ সংবাদ পেয়ে থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নির্দেশে এসআই মাহফুজ ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং আহতদের সার্বিক খোজ খবর শেষে মটর সাইকেলটি থানা হেফাযতে নিয়ে আসে।