কুষ্টিয়ার জেলার মিরপুর থানার পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী হাদিউল (৩৮)কে আটক করেন।
থানা সূত্রে জানান গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা অফিসার ইনর্চাজ রফিকুল ইসলামের নেতৃত্বে মঙ্গলাবার রাত পনে ৮টার সময় উপজেলার ফুলবাড়িয়া ইউপির ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের কাছে থেকে অস্ত্র বিক্রয়ের সময় হাদিউলকে দেশী তৈরী সার্টার গান ও এক রাউন্ড গুলিসহ আটক করেন। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়।
হাদিউলের বাড়ি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের হসতুল্লাহ পুত্র। তার বিরুদ্ধে হত্যা, বোমা, অপহরণ, চুরিসহ ৬টি মামলা রয়েছে।
এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন থানার এসআই মুন্সী মাফিজুর রহমান, এস আই লালচাঁদ, এএসআই এসএম মোয়াজ্জেন হোসেন, কং এম ডি রিপন হাসান, কং রাশিদুল ইসলাম, আনছার ব্যাটালিয়ান জিয়াউর রহমান জিয়া।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মিরপুর থানার মামলার প্রস্তুতি চলছে।