কুষ্টিয়া জেলার মাননীয় পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপি এম (বার) মিরপুর থানায় মুক্তিযোদ্ধাদের জন্য তিনটি বিশেষ সংরক্ষিত চেয়ার বরাদ্দ দিয়েছেন, যা শুধু মুক্তিযোদ্ধারাই থানাতে যে কোন কাজে গেলে ওই চেয়ারে বসার সুযোগ পাবেন। এমনটাই জানিয়েছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম।
তিনি বলেন, কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপি এম’র বিশেষ উদ্যোগে মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান দেখিয়ে মিরপুর থানায় তিনটি চেয়ার বরাদ্দ দিয়েছেন, যা শুধু মুক্তিযোদ্ধারাই ব্যবহার করতে পারবেন।
আজ ১৬ মে শনিবার সকালে মিরপুর থানায় মিরপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম সংরক্ষিত চেয়ার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মিরপুর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম ও অন্যান্য অফিসারবৃন্দ।
উদ্বোধনকালে নজরুল করিম বলেন, কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত তিনি আমাদের প্রতি যে বিশেষ ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, এজন্য আমরা মিরপুর উপজেলার সকল মুক্তিযোদ্ধা বৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।