জাতীয় পাটি জিন্দাবাদ পল্লীবন্ধু জিন্দাবাদ। ৬৮ হাজার গ্রাম বাঁচলে, বাংলাদেশ বাঁচবে- পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় কমিটি’র সিদ্ধান্তনুযায়ী ৩০০ আসনে নির্বাচন করার প্রতিশ্রুতি অনুযায়ী কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনে ও জাতীয় পাটি থেকে লাঙ্গল মার্কা প্রতিকে অংশ গ্রহন করবে। সেই-সু-বাদে নির্বাচনী প্রস্তুতি চলছে। তারি আলোকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা জাতীয় পাটি’
(এরশাদ)’র দ্বি-বার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকালে মিরপুর উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক কাউন্সিল । কাউন্সিল পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সভায় জেলা জাতীয় পাটি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় পাটি’র আহবায়ক জহুরুল হক মন্ডল’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পাটি’র কেন্দ্রীয় কমিটি’র নির্বাহী সদস্য ও জেলা জাঃপা’র সভাপতি নাফিজ আহাম্মেদ খান টিটু।
মিরপুর উপজেলা জাতীয় পাটি’র সদস্য সচিব শামিম মন্ডল’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পাটি’র সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মির্জা লোকমান হোসেন বেগ। জেলা জাতীয় পাটি’র সহ-সভাপতি মর্জিনা বেগম, জেলা জাতীয় পাটি’র সহ-সভাপতি এ্যাড. মনোহর হোসেন, ভেড়ামারা উপজেলা জাতীয় পাটি’র আহবায়ক ডাঃ সোজাহ উদ্দিন, সদস্য সচিব আনিসুর রহমান হানিফ। জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ,জেলা জতীয় পাটি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চাঁদু, জেলা জাতীয় পাটি’র সাংগঠনিক সম্পাদক এসএম আনোয়ার হোসেন। বক্তব্য প্রদান করেন উপজেলা জাতীয় পাটি’র যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান বাস্তব, যুগ্ম-আহবায়ক কাউছার আলী, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রবি, উপজেলা জাতীয় মহিলা পাটি’র সভানেত্রী সঙ্গীতা আক্তার নয়ন, জেলা যুব সংঘতি’র সদস্য সচিব বাকি মিয়া, মিরপুর উপজেলা জাতীয় পাটি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবুবক্কর সর্দার, বহলবাড়িয়া ইউনিয়ন জাতীয় পাটি’র সভাপতি ও উপজেলা সদস্য নজরুল ইসলাম, বারুইপাড়া ইউনিয়ন জাতীয় পাটি’র সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন। এ ছাড়াও জাতীয় পাটি’র নেতাদের মধ্যে গঠন মূলক বক্তব্য প্রদান করেন আব্দুল গফুর, কিয়ারুল ইসলাম, কোকিল উদ্দিন শাহা, মালিহাদ ইউপি সভাপতি জিতা আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত নেতাকর্মীদের সমর্থনুযায়ী সেকেশনের মধ্যেমে মিরপুর উপজেলা জাতীয় পাটি’র সভাপতি নির্বাচিত করেন খন্দকার ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করেন সাবেক সদস্য সচিব শামিম মন্ডলসহ ৬১ সদস্যের নাম প্রস্তাব করেন।