জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যাপিত জীবিনে সমস্যা নিয়ে কারও সরকার উৎখাতের স্বপ্ন দেখা উচিত নয়। তিনি বলেন, যাপিত জীবনে নতুন নতুন সমস্যাগুলো নিয়ে শেখ হাসিনার সরকার ততপর ও সজাগ।
তিনি গতকাল কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভায় যোগদান ও নতুন এ্যাম্বুলেন্সের হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জাববে এ কথা বলেন।
এসময় কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ রওশন আরা বেগম, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাগন ও পরিচালনা পর্ষদের সদস্যগন উপস্থিত ছিলেন। হাসানুল হক ইনু বলেন সরকারের কাজই হচ্ছে যাপিত জীবনের উৎবুদ্ধ সমস্যাগুলো নজরদারিতে রাখা এবং সমাধান করা শেখ হাসিনার সরকার কখনও চোখ বন্ধ করে থাকে না সকল সমস্যার প্রতি নজর দেন এবং সমাধানের উদ্যোগও নেন।
বিএনপি সমস্যা সমাধান করা বিষয় নিয়ে তাগোল পাকানোর চেষ্টা করছে। কিন্তু তাতে কোন লাভ হবে না বলেও জানান তথ্যমন্ত্রী।
পরে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে উপস্থিত হন।
এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, মিরপুর উপজেলা জাসদ সাধারণ সম্পাদক আহম্মদ আলী, প্রশাসনিক কর্মকর্তাগণ এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, শিক্ষার্থীদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া কাজ শেষ করবে সরকার, এখন তারা ক্লাসে ফিরে যাবে পড়ায় মনোযোগি হবে, পরিবহন চলবে এবং বিএনপি নেতৃবৃন্দ বসে বসে মাথা থাপরাবে। এছাড়াও তিনি বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।