কুষ্টিয়ার মিরপুরে ফেরদৌস শাহীন (৩০) ও রাসেল (১৮) নামের দুই ভূয়া পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর-চরপড়া সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ফেরদৌস শাহীন উপজেলার সদরপুর ইউনিয়নের রাজনগর এলাকার আবুল হোসেনের ছেলে এবং রাসেল একই এলাকার আলফাজ উদ্দিনের ছেলে।
আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রহমান জানান, শাহীন এবং রাসেল পুলিশ পরিচয় দিয়ে উক্ত এলাকায় মোটসাইকেলের কাগজপত্র দেখার কথা বলে টাকা নিচ্ছিল। এমন সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে তাদের আটক করা হয়।
শাহীন তার ছোটভাই আশিক (বিপি-৯৪১৩১৬৩৮৪৪) এর আইডি কার্ড ব্যবহার করে পুলিশ পরিচয় দেয়। আটককৃতরা বলে আমরা আমলা পুলিশ ক্যাম্পে কর্মরত। আশিক বর্তমানে ছুটিতে রয়েছে এবং মেহেরপুর পুলিশ লাইনে কর্মরত।