কুষ্টিয়ার মিরপুরে গাঁজা সহ মালেকা বানু নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তরা।
পরে ভ্র্যাম্যমান আদালতে ঐ মহিলা মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে জেলার মিরপুর উপজেলার লক্ষ্মী ধড়দিয়াড় গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মালেকা বানুকে আটক করা হয়।
পরে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জামাল আহমেদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঘটনাস্থলেই ঐ মহিলা মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।