কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হওয়া দেব দত্ত (৯) নামের স্কুল ছাত্র নিখোঁজ নয় তাকে অপহরণ করা হয়েছে।
রোববার রাত পর্যন্ত ওই শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। ইতোমধ্যে অপহরণকারীরা শিশুটির পরিবারে কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
দেব উপজেলার চিথলিয়া গ্রামের পবিত্র দত্তের ছেলে। সে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
জানা যায়, গত শনিবার (৯ জুন) উপজেলার চিথলিয়া গ্রামে দেব প্রাইভেট পড়তে যাচ্ছিলো। এসময় মোটরসাইকেলে দুইজন এসে রাস্তা থেকে দেবকে তুলে নিয়ে যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অপহৃত শিশুটিকে উদ্ধার করার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।