কুষ্টিয়ার মিরপুরের কাতলামারী থেকে র্যাবের অভিযানে ইয়াবাসহ সেলিম মন্ডল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব । গ্রেফতারকৃত সেলিম মন্ডল জেলার মিরপুর উপজেলার আবুরী মাঠপাড়ার হাফিজুর ইসলাম এর ছেলে ।
র্যাব জানায়, সোমবার বিকাল ৪. ১৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারী গোরস্থান মসজিদের পার্শ্বে থেকে সান্টু মিয়ার এর চায়ের দোকানের সামনে হতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিরপুর উপজেলার আবুরী মাঠপাড়ার হাফিজুর ইসলাম এর ছেলে সেলিম মন্ডলকে গ্রেফতার করে।
এ ব্যাপারে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়ায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।