কুষ্টিয়ার মিরপুরে মিনি পার্কে অভিযান চালিয়ে দুই জোড়া কপোত-কপোতিসহ ৫জনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (২৫ জুলাই) সকাল ১২টার সময় উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়াস্থ মিনি পার্ক অন্যজগতের গোপন কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা সবাই বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী। ক্লাস ফাঁকি দিয়ে এ পার্কে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাদের আটক করেছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।