কুৃষ্টিয়ার মিরপুরের মালিহাদ সরকারি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ঝরেপড়া রোধ নিশ্চিতকরণে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মালিহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আব্দুল্লাহ, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহুরুল হক, মালিহাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন ভদু প্রমূখ ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মালিহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানোয়ার হোসেন চৌধুরী। অতিথিবৃন্দ মালিহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সম্পর্কিত নানা দিক আলোচনা করেন। মালিহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। কয়েক মাস আগে মালিহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ প্রদান করা হলেও বিদ্যালয়ের অফিস কক্ষে ও শ্রেণিকক্ষে কোন বৈদ্যুতিক ফ্যান নাই। ফলে শিক্ষকদের এবং শিশু শিক্ষার্থীদের নানা কষ্টের শিকার হতে হচ্ছে।
শিশু শিক্ষার্থী এবং শিক্ষকদের কষ্ট লাঘবে মিরপুর উপজেলার জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী ও মালিহাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন যৌথভাবে মালিহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক বৈদ্যুতিক ফ্যান প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।
মালিহাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মিড ডে মিল বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে টিফিন বক্স প্রদানের ঘোষণা প্রদান করেন। এছাড়া তিনি ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্প থেকে শিশু শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ সংষ্কারের ঘোষণা প্রদান করেন।
উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম মালিহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের সৌন্দর্য বর্ধনের জন্য পর্দা সহ যাবতীয় মালামাল ক্রয়ের জন্য নির্দেশ প্রদান করলে প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকবৃন্দ তা এক মাসের মধ্যে বাস্তবায়ন করবেন বলে জানান।
শেষে বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীর মাঝে তাদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণ করা হয়।