কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ভ্রাম্যমান আদালত’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহমেদ ও মিরপুর থানার এসআই লিখন কুমার ও সঙ্গীয় ফোর্স ভ্যান চোরকে আটক করে ৬ মাসের সাজা প্রদান করেন।
সূত্রে জানান গত মঙ্গলবার দুপুরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের দরিদ্র ভ্যান চালক সজিবের পাখি ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা চোর উজ্জল প্রামনিক (৪০) কে আটক করেন। সে ইতি পূর্বে ও চুরির দায়ে জেল খেটেছিল।
এ সংবাদ পেয়ে তাৎক্ষনিক মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহমেদ ঘটনাস্থলে পৌছে উপস্থিত জনগণের স্বাক্ষী প্রমানের ভিত্তিতে দন্ড বিধি ৩৫৬ ধায়ার ৬ মাসের সাজা প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত চোরের বাড়ি উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া বড় মসজিদ পাড়ার মৃত রহমত প্রামানিকের পুত্র উজ্জল প্রামানিক। পুলিশ সাজা প্রাপ্ত উজ্জলকে জেলা কারাগারে প্রেরণ করেন।