কুষ্টিয়ার মিরপুরে চার মাদকসেবীকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কলাবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামে শামসুল খা’র ছেলে মামুন খাঁন (২৮) ও বারুইপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে স্বপন আলীকে (২০) মাদক সেবনরত অবস্থায় আাটক করেন। এ সময়ে আটককৃতদের দেহ তল্লাশি করে প্রত্যেকের নিকট থেক ২০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়।
পরে মশান বাজারে আরেকটি অভিযান চালিয়ে বারুইপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে নজরুল ইসলামকে (৫৫) ত্রিশ গ্রাম গাঁজা ও সাতগাছি গ্রামের মৃত মঙ্গল মন্ডলের ছেলে আতিয়ার রহমানকে (৪০) দশ গ্রাম গাঁজাসহ আটক করেন।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২ (খ) ধারায় নজরুল ইসলামকে ১ বছর, স্বপন আলী ও মামুন খাঁনকে ৬ মাস করে এবং আতিয়ার রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর থানার এসআই স্বপন হোসেন, আহম্মদপুর পুলিশ ক্যাম্পের এসআই মাজহারুল ইসলাম প্রমুখ।