কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতে ছাইদুর ইসলাম(২৫) জনি(২৪) ও রুপন (২৫) নামের তিন মাদক ব্যবসায়ীকে এক মাস করে কারাদন্ড প্রদান করেছে। আদালত পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জামাল আহমেদ।
দন্ডপ্রাপ্ত ছাইদুর ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা এলাকার আব্দুর রবের ছেলে, জনি একই এলাকার যুগিয়া গ্রামের মৃত জাহের আলীর ছেলে ও রুপন রবিউল ইসলামের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, মিরপুর থানার এস অাই মুন্সি মাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার বিকালে উপজেলার মশান বাজার থেকে ৬ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক আটক করেন। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারিক মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ২২ (খ) ধারায় প্রত্যেকে ১ মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।