কুষ্টিয়ার মিরপুরে ভেজাল সার ও নকল ধানবীজের কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার চিথলিয়া ইউনিয়নে সিয়াম ট্রেডার্সে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় ভেজাল সার ও বীজ বিক্রয়ের অপরাধে সিয়াম ট্রেডার্স এর সত্বাধিকারী সোহেল আলী কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ধারা মোতাবেক ভেজাল পন্য বিক্রয়ের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্র্বাহী কর্মকর্তা এস.এম জামাল।