প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক শিক্ষার্থীদের নিরাপদ উপস্থিতি ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে মিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা ডিজিটাল হাজিরার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামারুল আরেফিন।
মিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ, অজয় সুরেকা সুরেকা প্রাইভেট লিমিটেড কুষ্টিয়ার চেয়ারম্যান অজয় সুরেকা সুরেকা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম,জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী জোয়ার্দ্দার, মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার
মোছাঃসেলিনা খাতুন।
বক্তারা বলেন, আজ এখানে তোমরা যারা বসে আছো তারা সকলেই আগামীর উজ্জল প্রজন্ম। তোমরাই আগামীতে দেশ পরিচালনা করবে।গড়বে একটি সমৃদ্ধশালী দেশ। তোমরাদের নিয়মিত বিদ্যালয়ের আসার মধ্যে দিয়েই শিক্ষার মান বৃদ্ধি পাবে। তাই তোমরা নিয়মিত বিদ্যালয়ে আসবে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সাইদুল ইসলাম।