বুধবার কুৃষ্টিয়ার মিরপুর উপজেলার স্বরূপদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরেপড়া রোধ ও নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে কৃতি শিক্ষার্থী মায়েদের সংবর্ধনা,মা সমাবেশ ও এ্যাকটিভ মাদার্স ফোরাম গঠন করা হয়েছে।
স্বরূপদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ, কৃতি শিক্ষার্থী মায়েদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. গোলজার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান(জন),কোটদহ ক্লাস্টারের দায়িত্ব প্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জহুরুল হক ও বিদ্যালয়ের প্যধান শিক্ষক মো. আমান উল্ল্যাহ।
মা সমাবেশে উপস্থিত মায়েদের উদ্দেশ্যে আরও বক্তব্য প্রদান করেন সাবেক শিক্ষক মো. বেলায়েত হোসেন, ডাক্তার আমির আলী, মো. জহুরুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম,প্রাক-প্রাথমিক ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মা মোছা.মােছা. জহুরা খাতুন ও পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থী ফারহানা সাদিয়া জুঁই ।
শেষে কৃতি শিক্ষার্থীর ১০ জন মায়ের সমন্বয়ে এ্যাকটিভ মাদার্স ফোরাম গঠন করা হয়। ফোরামের প্রধান সমন্বয়ক মোছা. জহুরা খাতুন, সদস্য-সচিব নিপা খাতুন, সহকারী সমন্বয়ক সালমা খাতুন এবং ৭ জন সদস্য যথাক্রমে সালমা খাতুন,শিল্পী খাতুন, মোছা. রূপা খাতুন, মোছা. নাজমা খাতুন, শিউলি খাতুন, শাকিলা ও লিলি।
এ্যাকটিভ মাদার্স ফোরাম ১. শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি পর্যবেক্ষণ, ২. নিয়মিত ক্লাস হয় কিনা, ৩. শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় কিনা, ৪. দীর্ঘদিন কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকে কিনা তা পর্যবেক্ষণ করবেন এবং উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে নিয়মিত জানাবেন।
অনুষ্ঠান শেষে উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম স্বরূপদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি আমলকি গাছের চারা রোপণ করেন।