কুষ্টিয়ার মিরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল(২৫)কে আটক করেছে মিরপুর থানা পুলিশ।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নির্দ্দেশে এসআই লালচাঁদ ও সঙ্গীয় ফোর্স মশান বাজার থেকে তাকে আটক করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া এলাকার আয়ুব আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, আটকৃত জুয়েলের নামে সি/আর ১৯৬/১৩ মামলার ১ বছরের সাজা হয়েছিল। সে দ্বীর্ঘ দিন যাবৎ পলাতক ছিল।