কুষ্টিয়ার মিরপুরে তামাক চাষ নিয়ন্ত্রনে বিকল্প ফসল উৎপাদন ও বহুমূখি আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে জনসচেতনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে পিকেএসএফ এর সহযোগিতায় ও দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: এস এম শরীফুল ইসলাম।
দিশা সংস্থার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,পিকেএসএফ এর এপিসি আব্দুল হাকিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: শফিকুল ইসলাম মন্টু, প্যানেল চেয়ারম্যান উফান আলী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দিশা সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম প্রমুখ।
সভায় জানানো হয়, মিরপুর উপজেলার উল্লেখযোগ্য পরিমাণ জমিতে কৃষকরা তামাক চাষ করেন। এতে যে বিপর্যয় হতে পারে, সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে তামাক চাষকে কমিয়ে আনতে কৃষি বিভাগের পরামর্শে পিকেএসএফ এর সহযোগিতায় ও দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থার উদ্যোগে নানান কর্মসূচি নিয়েছে। তারই অংশ হিসেবে ইউনিয়নের দুটি গ্রামকে প্রথম ধাপে তামাক চাষ নিরোধ করতে সক্ষম হয়েছে।
সভায় উপস্থিত কৃষকরা জানান, তামাক কোম্পানিগুলো নানাভাবে ঠকবাজি ও প্রতারণা করে অশিক্ষিত ও অজ্ঞ চাষিদের সরলতার সুযোগ নিয়ে নগদ কিছু হাতে ধরিয়ে দিয়ে স্বার্থসিদ্ধি করে চলেছে। কৃষি জমি ও চাষিদের রক্ষা করতে দিশা যে পদক্ষেপ নিয়েছে, তা ফলপ্রসূ হবে।
এসময় দিশা সংস্থার কর্মকর্তাসহ এলাকার সুধীজন, সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ কৃষকরা উপস্থিত ছিলেন।