কুষ্টিয়ার মিরপুরে গাফফার নামের এক কৃষকের বাড়ি থেকে ১১টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
১০ জুলাই, মঙ্গলবার বিকেলে উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর গ্রামে ওই কৃষকের শয়ন কক্ষ থেকে স্থানীয় এক সাপুড়ে বাচ্চাগুলো উদ্ধার করে।
এ বিষয়ে সাপুড়ে পিরোজ বলেন, ‘বাড়িতে একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে তারা আমাকে খবর দেয়। পরে ঘরের মেঝে খুঁড়ে ১১টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। কিন্তু মা সাপটিকে উদ্ধার করা যায়নি।’
ফিরোজ আরও জানান, বাচ্চাগুলোকে তিনি নিজের ‘হেফাজতে’ নিয়ে গেছেন।