মিরপুর পূর্ব শত্রুতার জেরধরে গোয়াল ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে দাবী করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায় উপজেলার ছাতয়িান ইউনিয়নের নফরকান্দি গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে রেজাউল হক ফারুকের গোয়াল ঘরে মঙ্গলবার সাড়ে নয়টার সময় দুর্বত্তরা অগ্নিসংযোগ করেন। এতে দু’টি গাভী গরু অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয় জনগন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে রেজাউল হক ফারুক দাবী করেন।
এ ব্যাপারে রেজাউল হক ফারুক জানান, প্রায় এক বছর পূর্বে প্রতিবেশি আব্দুল ওয়াহেদের ছেলে সোনী আমাদের একটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় আমার রিজিয়া খাতুন তা দেখে ফেলে। ওই সময়ে সে ছাগলটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি প্রচার হলে সোনী আমার বৃদ্ধ পিতাকে পিটিয়ে আহত করে। ওই ঘটনাকে কেন্দ্র করে সে আমার বৃদ্ধ পিতা-মাতাকে পুড়িয়ে হত্যার জন্য এ অগ্নিসংযোগ করেন।
এ ঘটনায় ২টি গাভী গরু ও গোয়াল ঘর পুড়ে আমার দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ঘটনায় সাথে জড়িত থাকার সন্দেহে সোনী’র নাম উল্লেখ করে রেজাউল হক ফারুক স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ে করেন।