শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুরের নিজ বাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে মিতা (১৩) নামের এক কিশোরী আত্নহত্যা করেছে বলে জানা যায় ।
সে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বীজনগর গ্রামের ক্যানাল পাড়ার মিরাহ হোসেনের মেয়ে মিতা ।
সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার মিরপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম । লাশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছেন।
বাল্যবিবাহ এর কারণেই গলায় ওড়না পেঁচিয়ে এই আত্নহত্যার ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী মনে করেন।