কুষ্টিয়া জেলার মিরপুরে গলাই ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেছে ৯নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার(১৪) সংবাদ পরিবার থেকে।
এ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরনের জন্য নিহত’র লাশ রাতেই মিরপুর থানা হেফাযতে নিয়ে আসে।
সূত্রে জানান গত শনিবার সন্ধায় উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম এলাকার শফিকুল ইসলামের কন্যা ৯ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার (১৪) পরিবারের উপর অভিমান করে মাগরিবেব আযানের আগ মুহুত্বে সন্ধার বাড়ির নিজ শয়ন কক্ষের ডাবের সাথে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
সূত্রে আরো বলেন সুমাইয়ার মা বিলকিস খাতুন ঘরের দরজা বন্ধ দেখে ঘরে প্রবেশ করতেই দেখে তার মেয়ে ডাবের সাথে ঝুলছে। পরে মা- বিলকিসের আত্ম চিৎকারে লোকজন ছুটে আসে এবং মেয়ে সুমাইয়াকে নামানোর পূর্বই মারা যায়। তবে কখন সে আত্মহত্যা করেছে কেহ জানে না।
এ সংবাদ মিরপুর থানার পুলিশকে অবগত করলে তৎক্ষনিক থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই এমদাদ, এসআই লালচাঁদ, কং মতিয়ার রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যায়। এবং ঐ পরিবারের সদস্যসহ প্রতিবেশিদের সাথে বিভিন্ন বিষয় মত বিনিময় করেন। পুলিশ রাতেই লাশ ময়না তদন্তের জন্য মিরপুর থানা হেফাযতে নিয়ে আসে।
এ ব্যাপারে মিরপুর থানার ইউডি মামলার প্রস্তুতি চলছিল। কিন্তু কেন সুমাইয়া আত্মহত্যা করেছে সে কারণ এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি।