কুষ্টিয়ার মিরপুর থানার পুলিশের অভিযানে আদালত’র সাজাপ্রাপ্তসহ ৬ মামলার পলাতক আসামী আটক।
কুষ্টিয়া জেলার মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে এ সফল অভিযানে ৩ টি মামলায় সাজাপ্রাপ্তসহ ৬টি মামলার আদালত’র গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী শাহিদুল ইসলাম বাবু(৩৫)কে কেউপুর এলাকার থেকে আটক করেছেন।
সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে বারুইপাড়া ইউনিয়নের কেউপুর এলাকা থেকে চেক জাতিয়াতিসহ জি/আর এবং সি আর মামলার ৩ টি সাজা এবং আদালত’র গ্রেফতারী পরোয়ানা রয়েছে ৩ টি মামলার মোট ৬ মামলায় পলাতক ছিল বাবু। আটকৃত বাবুর বাড়ী উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চরপাড়া এলাকার বর্তমান মেম্বর উফান আলীর পুত্র শহিদুল ইসলাম বাবুকে আটক করেন।
এ অভিযানের নেতৃত্বে প্রদান করেন থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম’র নেতৃত্বে এসআই ইমদাদ, এসআই লালচাঁদ, এসআই লিখন কুমার, এএসআই শহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।