জাতীয় পরিচয় পত্রে ইন্তাজ প্রামানীকের বর্তমান বয়স ১০১ বছর। তবে প্রকৃত বয়স একটু বেশি। ১০৬ বছর।
ছাতিয়ান মালিথাপাড়ায় তো বটেই, পুরো ছাতিয়ান ইউনিয়নে এমনকি আশপাশের তল্লাটে ইনতাজ প্রামানীকের ধারেকাছের বয়সী আর কেউ জীবিত নেই।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান মালিথাপাড়ার মৃত জয়নাল প্রামানীকের ছেলে দরিদ্র ইনতাজ প্রামাণীক।
দেশ স্বাধীন হয়েছে ৪৭ বছর। এই ৪৭ বছরে অনেকগুলো সরকার রাষ্ট্রীয় দায়িত্বে আসীন হলেও অদ্যাবধি শতায়ু পার হওয়া দরিদ্র ইনতাজ প্রামানীকের ভাগ্যে জোটেনি বয়স্কভাতার কার্ড।
৩ ছেলে ৪ মেয়ের জনক শতায়ু পেরুনো ইন্তাজ প্রামানীক বর্তমানে অন্যের সাহায্য নিয়ে কোনমতে চলাফেরা করতে পারেন। কানে শোনার ক্ষমতা একেবারেই কমে গেছে। তবে স্মৃতিশক্তিতে এখনো ভাটা পড়েনি।
আর কত বছর পেরুলে দরিদ্র শতায়ু পেরোনো ইন্তাজ প্রামাণীকের ভাগ্যে জুটবে বয়স্কভাতার কার্ড কেউ জানে না?