কুষ্টিয়া মিরপুর উপজেলা সদরের হাতেগোনা ডাকসাইটে মুক্তিযোদ্ধাদের অন্যতম নাজমুল করীম ওরফে সুফি (৭২)। পিতার নাম মৃত ডাঃ আকতার হোসেন। বাড়ী মিরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড নওপাড়া মহল্লায়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা নাজমুল করীমের যে অবদান ছিল কালের গর্ভে বর্তমান প্রজন্ম তাঁর অবদানের কথা রীতিমত ভুলতে বসেছে।
নাজমুল করীম ১৯৬৮-৬৯ সালে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ও মিরপুর থানা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক পদে আসীন থাকাবস্থায় তিনি ১৯৬৯ সালের গনআন্দোলনের নের্তৃত্ব দেন। ১৯৭০ সালের ১০ আগষ্ট সকাল ১১ টায় নির্বাচনী সফরে বঙ্গবন্ধু মিরপুরে আসলে বর্তমান মিরপুর অডিটোরিয়াম যেখানে অবস্থিত সেখানে তিনি পথসভা করেন। এই পথসভায় সভাপতিত্ব করেন তৎকালীন থানা সংগ্রাম পরিষদের আহবায়ক নাজমুল করীম।
পরবর্তীতে ১৯৭১ সালে (বিএলএফ) মুজিব বাহিনীর কমান্ডার হিসাবে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। পাক হানাদার রুখতে ২৮ মার্চ-৭১ দুপুর ২ টার সময় তাঁর নেতৃত্বে ২ থেকে আড়াই হাজার জনতা মিরপুর থানা ঘেরাও করে ২৬টি অস্ত্র লুট করে। এ সময় মিরপুর থানার ওসি ছিলেন এন সাহাবুদ্দিন। ১০ আগষ্ট উপজেলার বর্তমান ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়ায় অবস্থিত রাজাকার ক্যাম্প দখল করে অস্ত্র লুট করে।
এছাড়াও নাজমুল করীম সুফির নের্তৃত্বে খলিসাকুন্ডি, ভারল , জগতি সহ বিভিন্নস্থানে পাক হানাদারদের সাথে সম্মুখ যুদ্ধ সংঘঠিত হয়। সুফির অধিনে ৬০/৬৫ জন মুক্তিসেনা মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়। যাদের মধ্যে উল্লেখযোগ্য নজরুল করীম, আমজাদ, কুতুব, ইদবার বেগ, নুরুজ্জামান, গনী, রিকাত ও মোতালেব সর্দার প্রমুখ।
মুক্তিযোদ্ধা নাজমুল করীম সুফী ৩ কন্যা ও ১পুত্র সন্তানের জনক।