কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র দেব দত্তকে (৯) উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মিরপুর বাজার ঈগলচত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠন এতে অংশগ্রহন করেন।
এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন, সাবেক কমান্ডার নজরুল নজরুল করিম, উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরিফ, মিরপুর পৌর সভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দিন, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের অধ্যক্ষ শফিউল আলম সান্টু, সুলতানপুর সিদ্দিকিয়া সিনিয়র মাদরাসার প্রভাষক নারগিস আক্তার প্রমুখ।
বক্তারা আগামী ২৪ঘন্টার মধ্যে অপহৃত স্কুল ছাত্র দেব দত্তকে উদ্ধার ও অপহরণকারীদের দ্রুত গ্রেফতার দাবি জানায়।
প্রসঙ্গত, ৮ জুন দেব দত্ত প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর চিথলিয়া গ্রাম থেকে দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে দেবকে তুলে নিয়ে যায়। স্কুলছাত্র দেব দত্ত উপজেলার চিথলিয়া গ্রামের পবিত্র দত্তের ছেলে।