জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি গতকাল সস্ত্রীক হজ্জ সম্পন্ন করেছেন।
তিনি কুষ্টিয়াবাসীসহ দেশবাসীর জন্য দোয়া করেছেন। মহানবী ( সাঃ) এঁর রওজা মোবারক জিয়ারত ও মসজিদে নববীতে নামাজ আদায়ের মহানব্রত নিয়ে তিনি আজ সস্ত্রীক মদিনার পথে। এর আগে তিনি আজ মক্কায় মসজিদে হারামে জুম্মার নামাজ আদায় করেন।
আগামী ২৮ আগস্ট জেদ্দা থেকে ঢাকা রওয়ানা হবেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন। ছবিটি গতকাল মক্কায় হজ্জ মিশন থেকে তুলেছেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব।