কুষ্টিয়ায় মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত দেশ গড়তে আমাদের করনীয় শীর্ষক সেমিনার কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠান শহরের ফুট জোনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহযোগিতায় সোমবার বিকেলে এ সেমিনারে কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক হাসিবুর রহমার রিজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান হাবীব, ইবি’র প্রক্টর প্রফেসর হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দীক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, জিপি এ্যাডঃ আসম আখতারুজ্জামান মাসুম, জেলা আ’লীগের মহিলা সম্পাদক এজিপি এ্যাডঃ শীলা বসু প্রমুখ।
সেমিনারে সাংবাদিক, আইনজীবী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ গ্রহণ করেন। সেমিনারে মাদকমুক্ত দেশ গড়ার লক্ষে করনীয় বিষয়ের উপর আলোচনা করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন, কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহরিয়ার রুবেল।