কুষ্টিয়া মহাশ্মশান মন্দির প্রাঙ্গনে চলছে ৪৮ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। মহানামযজ্ঞানুষ্ঠানে কুষ্টিয়া মহাশ্মশান মন্দির পরিদর্শন করলেন বিভিন্ন নেতৃবৃন্দ।
শনিবার রাত ৯ টায় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি নাসির উদ্দিন মৃধা, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির অন্যতম সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ড. মোফাজ্জেল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে কুষ্টিয়া মহাশ্মশান মন্দির পরিদর্শন করেন।
এ সময় নেতৃবৃন্দ কুষ্টিয়া মহাশ্মশান মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
কুষ্টিয়া মহাশ্মশান মন্দির কমিটির আহবায়ক নরেন্দ্রনাথ সাহা, কুষ্টিয়া মহাশ্মশান মন্দির কমিটির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য বাবু বিজয় কুমার কেজরীওয়াল, কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন, মহিলা সম্পাদক এজিপি এ্যাডঃ শীলা বসু, কুষ্টিয়া মহাশ্মশান মন্দির আহবায়ক কমিটির সদস্য নিলয় কুমার সরকার, পলাশ স্যান্নাল, গোবিন্দ অধিকারী সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বাবু দেবকী নন্দন কেজরীওয়াল এর সুস্থ্যতা কামনা করে মন্দিরে এক প্রার্থনা অনুষ্ঠিত হয়। রাতে বাবু দেবকী নন্দন কেজরীওয়াল এর সৌজন্যে সকল ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিশ্বশান্তি কল্পে ও দেশ মাতৃকার শুভ কল্যাণে বাবা বাচ্চাগিরীর ৭৩ তম তিরোধান তিথি স্মরণে ৪৮ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান, পদাবলী কীর্ত্তন, নগরকীর্ত্তন ও ভোগ মহোৎসবের আয়োজন করা হয়। ১৪ থেকে ১৯ আগষ্ট (মঙ্গলবার থেকে রবিবার) পর্যন্ত এ মহানাম যজ্ঞানুষ্ঠান। ২০ আগষ্ট সোমবার কুঞ্জভঙ্গ ও নগরকীর্ত্তণ।